কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার পরীমনি জানান, যে ছেলের জন্মদিন এ বছর ধুমধাম করেই পালন করবেন তিনি | এরপর বৃহস্পতিবার ছেলের রাজ্যের প্রথম জন্মদিন পালন করে পরীমনি । শোনা গিয়েছিল বিচ্ছেদের পর ছেলের নাম পরিবর্তন করে ফেলেছেন তিনি |
রাজ্যের নাম বদলে তিনি রেখেছেন পদ্ম | তবে রাজ্য, পদ্ম, পুণ্য এই তিন নামে ডাকা হয় ছেলেকে | বৃহস্পতিবার ছেলের জন্মদিনে নয়া ভাবে জীবন শুরুর ইঙ্গিত দিয়েছেন পরিমনি |
প্রসঙ্গত কিছুদিন আগে পরীমনিকে ছেলে রাজ্যকে সাথে নিয়ে জন্মদিনের আয়োজন করতে দেখা গিয়েছে | উনি নিজেই জানিয়েছেন যে, ছেলের প্রথম জন্মদিনে তিনি একাই থাকবেন ছেলের সঙ্গে | শোনা যাচ্ছে, ছেলের জন্মদিনে রাজকে আমন্ত্রণ জানানো হয়নি | ছেলের জন্মদিনের আমন্ত্রণ পত্র নিজেই ডিজাইন করেছেন অভিনেত্রী পরীমনি |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান