আজ ধনদেবীর আরাধনা | ধন দেবীর আরাধনায় মাতোয়ারা গোটা রাজ্য | রবিবার কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে ব্যস্ত ঘরে ঘরে প্রত্যেক বাঙালি | গত দু’বছর করোনার মধ্যে সেভাবে পুজো হয়ে ওঠেনি | তাই এ বছর সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ব্যস্ত তাদের বাড়ির লক্ষ্মী পুজা নিয়ে |
আজ বাড়িতে পুজো উপলক্ষে সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কাটে নীল ও তৃণার | তৃণা জানালেন, “ব্যস্ততা থাকলেও ভালই কাটছে, কারণ পুজো আমার ভালো লাগে | বিশেষত গত দুবছর যখন সেভাবে পুজোর আয়োজন করা যায়নি | তাই এবার পুজোটা বড় করে হচ্ছে তাই বেশ ভালো লাগছে” | এবার বাড়িতে লক্ষ্মী পূজা করলেন জনপ্রিয় তারকা দম্পতি নীল ও তৃণা |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী