June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে পথ দুর্ঘটনা, মৃত এক

সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। পাশাপাশি গুরুতরভাবে আহত হল পাচ জনের। সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে। জানা গিয়েছে ভোরবেলা কলকাতা থেকে তাজপুরের উদ্দেশ্যে এই গাড়িটি রওনা দিয়েছিল। অভিযোগ টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য যখন গাড়িটি দাড়িয়েছিল সেই সময় গাড়িটির পিছনে আরো একটি গাড়ি দাঁড়িয়েছিল এবং তার পিছনের গাড়ি দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে একটি ট্রেলর দাঁড়িয়েছিল। পুলিশের অভিযোগ পিছন থেকে নিয়ন্ত্রন হারিয়ে ট্রেলারটি ধাক্কা মারে তার সামনে গাড়িটিকে। এরপর পরপর গাড়িগুলি একে অন্যকে ধাক্কা মারতে শুরু করে। ওই গাড়িটিতে মোট 5 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে এসে এবং বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়িগুলোকে সরিয়ে নিয়ে যায় এবং তাদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়।