
এসএসসি দুর্নীতি মামলায় দ্বিতীয় পর্বে জেরা করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে | টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ নিজাম প্যালেস থেকে বের হলেন তিনি | এদিন সকাল 10:30 মিনিট নাগাদ সিবিআই দপ্তর পৌঁছান তিনি | এরপর দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করে সিবিআই |
পার্থ চট্টোপাধ্যায় লিখিত বয়ান নেয় সিবিআই | রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা কিভাবে চাকরি পেলেন সেই সংক্রান্ত তথ্য তার কাছ থেকে জানতে চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | তবে এ বিষয়ে কিছু জানেন না বলেই দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়