দ্বিতীয় দিন ফাঁস মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর থেকেই সোশাল মিডিয়ায় ঘুরতে থাকে ইংরাজি প্রশ্ন । মালদহের এনায়েতপুর হাই স্কুল থেকে ফাঁস হয়েছে বলে জানা যায়। বাংলা প্রশ্নপত্র ফাঁসের পর কিউআর কোডের সূত্র ধরে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল। কিন্তু ইংরাজির ক্ষেত্রে ভাইরাল হওয়া প্রশ্নের কিউআর কোড কালি দিয়ে ঢাকা।
শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর প্রশ্ন ফাঁস রুখতে কিউআর কোড বসানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও প্রথম দিনই বাংলার প্রশ্নপত্র ফাঁস হয় মালদহের একটি স্কুল থেকে। যে দুই ছাত্র এই ঘটনায় জড়িত, তাদের গ্রেপ্তার করে পরীক্ষা বাতিল করা হয়েছিল পর্ষদের তরফে। দ্বিতীয় দিনও অর্থাৎ ইংরাজি পরীক্ষার দিনও একই ঘটনা। প্রশ্ন সোশাল মিডিয়ায় ভাইরাল ।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ