সারা বিশ্বজুড়ে চলছে লকডাউন। করোনার বিরুদ্ধে নিঃস্বার্থ হিসাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে চিকিৎসক-নার্স স্বাস্থ্য কর্মী এবং প্রশাসন। তাদেরকে উৎসাহ জায়গাতেই কেন্দ্র সরকারের তরফ থেকে আকাশ থেকে পুষ্প বৃষ্টি মধ্য দিয়েই সম্বর্ধনা জানানো হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলা গুলি করোনা আক্রান্ত সে গুলি হটস্পট তারই মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা। ইতিমধ্যে হলদিয়াতে করোনা পজেটিভ সংখ্যা বেড়েই চলেছে। তারই মধ্যে সরকারি তরফ থেকে মদ দোকানের খোলার পারমিশন দেওয়ায় ফলে। রাজ্য ছেড়ে দেশ জুড়ে যে চিত্র চোখে পড়ল সেটা বলাই বাহুল্য। যে কটা মদের দোকান খোলার কথা রয়েছে সকাল থেকে বহু মানুষের ভিড় দোকান গুলির সামনে দূরত্ব বজায় না রেখে। বেস কিছু মদের দোকানে সামনে ধৈর্য হারিয়ে সাধারণ মানুষের ব্যাপক উত্তেজনা। ইটপাটকেল ছোড়া, ভাঙচুরের চেষ্টা। ব্যাপক উত্তেজনা প্রশাসনের তরফ গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি।
এই ঘটনায় কিছু জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের এই নিয়ে তরজা শুরু হয়েছে। এই ভাবে যদি চলে দিনের পর দিন সমস্ত জেলাতে যে সমস্ত পজিটিভ সংখ্যা গুলো বেড়ে চলবে। মানুষ তৎপর যদি না হয় এই সমস্যা সমাধান কোন মতেই সম্ভব নয়। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা উচিত, সরকারি নির্দেশিকা মেনে লকডাউন কে সমর্থন করা উচিত। এখনো বহু মনুষ বিনা মাক্সে বাড়ির বাইরে বেড়াচ্ছে। প্রশাসন যথেষ্ট তৎপর কিন্তু সাধারণ মানুষ না যদি সচেতন হয় এই বিশ্ব করানো মহামারী থেকে বাঁচা অসম্ভব। সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন। এমনটাই আবেদন প্রশাসনের