December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দৈনিক মৃত্যুর সংখ্যা কমে 43

দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালকের তুলনায় সামান্য বেশি | রাজ্যে 12 থেকে 14 বছর বয়সীদের জন্য শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি | করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে এগোচ্ছে দেশ | তবে এখনো পর্যন্ত চলছে করা বিধিনিষেধ | এখনো পর্যন্ত সংক্রমনের রাশ টানতে অনেকটাই সফল হয়েছে ভারত | অনেকটাই কমলো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | পাশাপাশি দেশজুড়ে চলছে টিকাকরণ |

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 147 জন | যা আগের তুলনায় অনেকটা কম | পাশাপাশি কমেছে পজিটিভিটি রেট | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 43 জনের | তবে এর মধ্যে বেশ কয়েকটি রাজ্যের পুরনো রেকর্ডও শামিলএখনো | পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 21 হাজার 530 জন |