December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী

সুনামির আকারে বেশ বেড়ে চলেছে করোনার সংক্রমণ | পাল্লা দিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেস ও পজিটিভিটি রেট | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করা বিধিনিষেধ থাকলেও সংক্রমণকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না | তবে স্বস্তির খবর গত 24 ঘন্টায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা |

মঙ্গলবার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেহ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 38 হাজার 18 জন | আগের দিনের তুলনায় বেড়েছে অমিক্রণ আক্রান্তের সংখ্যা | দেশে মোট অমিক্রণ আক্রান্ত হয়েছেন 8 হাজার 891 জন | গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 310 জনের | এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 লক্ষ 86 হাজার 761 জন | আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র কর্ণাটক বাংলা ও কেরলের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে উত্তরপ্রদেশ | সংক্রমণ এই সংখ্যাটা বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভয়ে ধরাচ্ছে | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখনো পর্যন্ত দেশে 158 কোটি বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে |