আজ অর্থাৎ শনিবার 74 তম সেনা দিবস পালিত হয় দেশজুড়ে | সেই উপলক্ষে রাজস্থান ভারত সীমান্ত লাগোয়া গ্রামে প্রদর্শিত হয় খাদি কাপড়ের তৈরি পৃথিবীর বৃহত্তম পতাকা | বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা প্রদর্শিত হয় এদিন |
গত বছর গান্ধী জয়ন্তীতে প্রথমবার জাতীয় পতাকা প্রদর্শিত হয়েছে | এরপর 8 ই অক্টোবর বায়ু সেনা দিবস উপলক্ষে এবং একুশে অক্টোবর টিকাকরণের গণ্ডি 1 কোটি পার করেছিল ভারত সেই উপলক্ষে দেখানো হয়েছিল এই পতাকা | এই নিয়ে দেশে পঞ্চম বার এই পতাকা প্রদর্শন করা হয় এদিন |

More Stories
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে রিলায়েন্সের নয়া চুক্তি