করা বিধিনিষেধের মধ্যেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেশের করোনা গ্রাফ | নতুনভাবে লাগামহীনভাবে ছড়াচ্ছে সংক্রমণ | ফের বাড়ছে উদ্বেগ গত 24 ঘন্টায় বেড়েছে একদিনে সংক্রমনের হার |
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 47 হাজার 417 জন। বর্তমানে দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি 47 লক্ষ 15 হাজার 362। পটিজিভিটি রেট 13.11 শতাংশ।
এখনো পর্যন্ত দেশে হাজার 970 কোটি 73 লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন। যদিও বাংলার করোনা সংখ্যাও নিম্নমুখী।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি