
বিদেশের মাটি থেকে ভারতের এই দারুন সাফল্যের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | দক্ষিণ আফ্রিকা থেকেই দেখেছিলেন সেই সাফল্যের মুহূর্ত । এখন তার মন জুড়ে চন্দ্রযান থ্রি | চন্দ্রযান থ্রি এর সাফল্যে নিজেও যেন আনন্দ ও তৃপ্তির তুঙ্গে অবস্থান করছেন প্রধানমন্ত্রী |
বিদেশ থেকে ফিরেই তিনি চলে গিয়েছেন ভারতের চন্দ্র মিশনের পিছনে যাদের আকুন্ঠ অবদান রয়েছে তাদের সঙ্গে দেখা করতে । পাশাপাশি, ভারতীয় মহাকাশ গবেষণার কেন্দ্রে গিয়ে আবেগে তার চোখে জল এল | বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছে তিনি টুইট করেন | সেই টুইটে লিখেন, “ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার জন্য আমি উন্মুখ যারা দেশকে গর্বিত করেছেন” |
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে