গত ২৪ ঘণ্টায় একলাফে দুনিয়া জুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ লক্ষ ৭৬ হাজারেরও বেশি। এর মধ্যে শুধু ভারতেই শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ হাজারের উপর করোনা পজিটিভ কেস ধরা পড়েছে। এই একই সময়ে প্রাণঘাতী ভাইরাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও ৬,৯০০ জন মারা গিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে এই তথ্যে পেশ করা হয়েছে।
WHO-র রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ লক্ষ ৭৬ হাজার ৩৯৮। সবমিলিয়ে একদিনে মৃত্যু হয়েছে ৬,৯৩৩ জনের। ফলে, ১৩ অগস্ট, বৃহস্পতিবার রাত পর্যন্ত বিশ্বে কোভিড সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪ লক্ষ ৩৯ হাজার ৮১৪। সেইসঙ্গে মৃত্যু বেড়ে হয়েছে ৭ লক্ষ ৪৪ হাজার ৩৮৫।