
উদ্বেগ বাড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা | অন্যান্য দেশে করোনার বাড়বাড়ন্ত দেখে চিন্তিত সাধারণ মানুষ | উৎসবের মরশুমে সংক্রমণ বাড়তে পারে এমন তাই মনে করছেন সাধারণ মানুষ | তবে করোনা নতুন ভেরিয়েন্ট যেভাবে অন্যান্য দেশে বেড়ে চলেছে তাতে বেশ কিছুটা সংকটময় পরিস্থিতি আসতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য মহল | করোনার এই নতুন ভেরিয়েন্ট সংক্রমণে ঢেউ উঠলে কি করে তা সামাল দেওয়া হবে, তা দেখতে এবার দেশব্যাপী চালু হল মক ড্রিল |
বিভিন্ন হাসপাতালে করোনা ইমার্জেন্সি পরিস্থিতি সামাল দিতে মক ড্রিল মহড়া চালু করেছে । কোন জায়গায় করোনা চিকিৎসা কি ব্যবস্থা রয়েছে হাসপাতালে, করোনা বেড আছে কিনা কত রোগীকে একসঙ্গে আইসোলেশন করা সম্ভব তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে |
More Stories
মুকুটে আরও একটি উজ্জ্বল রত্ন যোগ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স
জিওর নয়া সংযোজন
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি