দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | টুইটারে তিনি লিখলেন, “সকলকে জানাই দীপাবলীর শুভেচ্ছা । দীপাবলি উজ্জ্বলতার সঙ্গে জড়িত | এই শুভ উৎসব আমাদের জীবনের আনন্দ ও মঙ্গল চেতনাকে আরো বাড়িয়ে তুলুক” |
রবিবার অযোধ্যায় দীপাবলি উৎসব উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি | তিনি অযোধ্যার সরযু নদীর ঘাটে আরতী করবার প্রস্তাবও দিয়েছিলেন | দ্বীপৎসবের অংশ হিসাবে অযোধ্যার সরযু নদীর তীরে আলো জ্বলে ওঠে | যোগী সরকারের দীপোৎসবে ১৫ লক্ষ ৭৬ হাজারেরও বেশি মাটির প্রদীপ প্রজনন করা হয়েছিল | এরপর টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ” অযোধ্যা পবিত্র ভূমিতে ভগবান শ্রী রামলালের পূজা করার সুযোগ পেয়েছি । আমি দেশের উন্নতি ও সার্বিক কল্যাণ কামনা করি” |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব