November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দু’-এক দিনের মধ্যেই CAA-এর বিরোধী প্রস্তাব পেশ করা হবে বিধানসভাতে, ঘোষনা মুখ্যমন্ত্রীর

CAA-এর বিরোধিতায় এবার কোমর বেঁধে ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ
সফরে রওনা হওয়ার আগে বিমানবন্দরে মমতা বলেন, “নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে রাজ্য বিধানসভায়
আমরা দু’-এক দিনের মধ্যেই প্রস্তাব গ্রহণ করব।” সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি বিধানসভায় এই প্রস্তাব পেশ হতে
পারে। ইতিমধ্যেই আগে কেরল বিধানসভায় একই রকম প্রস্তাব পাশ করে বামেরা। পরে পঞ্জাবের কংগ্রেস সরকারও
একই প্রস্তাব এনেছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে এ রাজ্যের তৃণমূলও। শুরু থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের
বিরোধিতা করে এসেছে তৃণমূল। একাধিক বিরোধী মিছিলে হেঁটেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে
কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচিও হয়েছে। এবার এই বিরোধী প্রস্তাব পেশ করা হবে
বিধানসভাতেও।