হামলাকারীদের হাত থেকে পূত্রবধূকে বাঁচাতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল শ্বশুরের। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার ট্যাংরার গোবিন্দ ফটক রোডে। সূত্রের খবর, এদিন রাতে পরিবারের সাথে বিয়ে বাড়ি থেকে ফিরছিল ওই পুত্রবধূ। সেই সময় দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুলেন্স তাঁদের পথ আটকায়। জোর করে ওই পূত্রবধূকে গাড়িতে তোলার চেষ্টা করে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা দুই ব্যক্তি। সেই সময় পুত্রবধূর সম্ভ্রম রক্ষা করতে রুখে দাঁড়ান তাঁর শ্বশুর ও এক আত্মীয়। অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় ওই পুত্রবধূর শ্বশুরকে ধাক্কা মারে। এরপর ওই তড়িঘড়ি প্রৌঢ়কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ট্যাংরা থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে হামলাকারীদের এখনও ধরা যায়নি। খোঁজ মেলেনি অ্যাম্বুল্যান্সেরও। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।