দুর্নীতি কাণ্ডে ১৪ দিনের জেল হেফাজতে অন্ধপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু | শনিবার ভোর ছটা নাগাদ তাকে গ্রেফতার করা হয় | ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকতে হবে টিডিপি নেতাকে | বিজয়ওয়াড়ার দুর্নীতি বিরোধী আদালত তাকে জেল হিফাজতে নির্দেশ দেয় | এরপরই করা নিরাপত্তায় প্রায় 200 কিমি দূরে রাজামুন্দ্রি সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় চন্দ্রবাবু নাইডুকে |
অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন যুবক-যুবতীদের স্কিল সংক্রান্ত প্রশিক্ষণ দিতে তৈরি হয় রাজ্য স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পে ৩৭১ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য | কিন্তু তার বেশিরভাগ টাকায় হাতবদল হয়ে যায় বলে অভিযোগ | আর এই দুর্নীতি কান্ডে চন্দ্রবাবুর নাম জড়িয়ে রয়েছে বলে cid সূত্রে খবর । তবে এই মামলার বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও তার একটি সদর উত্তর দিতে পারেননি চন্দ্রবাবু |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি