
পুরী যাওয়ার সময় মহারাষ্ট্র এক্সপ্রেসের পেন্ট্রি কারে ভয়াবহ আগুন লাগে | সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে এসি কামড়াতে |আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন | তবে এখনো পর্যন্ত খবর অনুযায়ী দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই | অগ্নিদগ্ধ কোচটিকে আলাদা করা হয়েছে বলে জানা গেছে | বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক | পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন