রামের জন্মভূমিতে রাম মন্দির তৈরি হওয়ার অনেক আগে উত্তর কলকাতায় উদ্বোধন হয়ে গেল রাম মন্দিরের | উত্তর কলকাতায় এই প্যান্ডেল সমগ্র বিশ্বে রাম মন্দিরের বার্তা ছড়িয়ে দিল প্যান্ডেলের মাধ্যমে |
অমিত শাহ বলেন, “দুর্গাপুজোর জন্য সবাইকে শুভকামনা | গুজরাট থেকে বেরিয়ে ছত্রিশগড় হয়ে এসেছি | এই ন’দিন সব রাজ্যের জন্য বড়দিন | দেশ জুড়ে নবরাত্রি পালন হয়” । পাশাপাশি তিনি আরো জানান, “রাম মন্দির উত্তর কলকাতাতে আগে হয়ে গেল রাম জন্মভূমির আগে | এই প্যান্ডেলের উদ্বোধন হলো | প্রসঙ্গত, ঝটিটি সফরে উত্তর কলকাতায় এসে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারের পূজা মন্ডপের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে কলকাতার এই পূজা মন্ডপ |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী