December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দুর্গাপুরে সরস্বতী পুজোর ভাসানে চলল গুলি, অভিযোগ বালি মাফিয়াদের উপর

সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করে বালি মাফিয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের মাধাইপুর এলাকায়। সূত্রের খবর, রবিবার রাতে গৌরবাজার বাস স্ট্যান্ড পাড়ার সরস্বতী পুজোর ভাসান ছিল। বিসর্জন উপলক্ষ্যে প্রতিমা নিয়ে রওনা হন পুজো উদ্যোক্তারা। সেই সময় বেশ কিছু অবৈধ বালির গাড়ি যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। ভাসানের জন্য সেই গাড়িগুলি আটকে পড়ে। তখনই বালির গাড়ির কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিসর্জনে থাকা যুবকরা। অভিযোগ, আচমকা মাধাইপুর থেকে বালি মাফিয়াদের অনুগত বেশ কিছু যুবক সশস্ত্র অবস্থায় হামলা ওই ভাসানে থাকা যুবকদের উপর। শূণ্যে পাঁচ রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা। এরপর তীর ছুড়তে শুরু করে। তীরের আঘাতে জখম হন বা রাখহরি বাদ্যকর, সঞ্জয় বাদ্যকর,শক্তি বাদ্যকর, অজয় বাদ্যকর ও গোবিন্দ রুইদাস। খবর পেয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতের মতো মিটে যায় সমস্যা।

এরপর বালি মাফিয়াদের তাণ্ডবের প্রতিবাদে সোমবার সকাল থেকে গৌরবাজার বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় বাঁশ ফেলে অবরোধ শুরু করেন স্থানীয়রা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হন তাঁরা। সূত্রের খবর, সরস্বতী পুজোর আগে চাঁদা চাইতে গেলে পুজোর আয়োজক যুবকদের মারধর করে বালি মাফিয়ারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সেই ঘটনার কারণেই এদিন ভাসানে হামলা চালায় অভিযুক্তরা। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।