January 11, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান

এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ১০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পাশাপাশি আন্তর্জাতিক এয়ার শো-এর মঞ্চে এই দুর্ঘটনায় আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল দেশের। ফের প্রকট হয়ে উঠল মোদির সাধের মেক ইন ইন্ডিয়া প্রকল্প।

গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই এয়ার শো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমান। মাঝআকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। শেষ মুহূর্তে পাইলট বিমান থেকে বের হতে পারেননি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, শহিদ পাইলটের নাম নমনশ সায়ল। তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু।