December 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দুই দলের স্লোগান ঝড়ে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ, গুরুতর জখম ১২

স্লোগানকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে তারাপীঠ থানার পাইপপাড়া গ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা: স্লোগানকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে তারাপীঠ থানার পাইপপাড়া গ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এক পক্ষের স্লোগানের পালটা স্লোগান তোলে আরেক পক্ষ। এভাবে চলতে চলতে একসময় স্লোগানের ঝড় মাত্রা ছাড়ায়। দু দলের মধ্যে বচসা শুরু হয়ে যায়। সেই সময় লাঠি বাঁশ নিয়ে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।

দুই দলের মধ্যে মারামারি চরমে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৩জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই দলের প্রায় ১২ জন কর্মী-সমর্থক। তারা সকলেই বর্তমানে রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।