পুরাতন মালদা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলামের উদ্যোগে শনিবার সকালে বিনামূল্যে বাজারের আয়োজন করা হল। টানা ১৮ দিন লকডাউন চলার ফলে এলাকার খেটে খাওয়া মানুষদের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। তাদের সমস্যার কথা মাথায় রেখে ২০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর নিচু অংশে প্রায় ২০টি স্টলে কুপনের মাধ্যমে চাল ডাল থেকে শুরু করে কাঁচা সবজি সহ মশলামুড়ি সমস্ত রকমের জিনিস এলাকার দুস্থ মানুষদের হাতে তুলে হল সম্পূর্ণ বিনামূল্যে।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ ইরফান হাবিব এবং মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা সহ এলাকার বর্ষিয়ান তৃণমূল নেতা বিভূতি ভুষণ ঘোষ। বিনামূল্যে বাজারে খাদ্য সামগ্রী পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে এলাকার দুঃস্থ মানুষরা।