July 8, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দীর্ঘ প্রতীক্ষার পর গ্রামের রাস্তা হওয়ায় খুশি গ্রামবাসীরা

মালদাঃ- দীর্ঘ প্রতীক্ষার পর পাঁচ শতাধিক পরিবারের গ্রামের প্রধান রাস্তার কাজ শুরু হল শুক্রবার।মাল‍দহের চাঁচল-১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের বাসিলহাট গ্রামে কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে জোরকদমে।

এদিন কাজের সূচনাতে উপস্থিত ছিলেন খরবা গ্রাম পঞ্চায়েত সদস‍্য মহবুল হক,এক্রামুল হক ও পঞ্চায়েত সমিতির সদস‍্য সেখ মিলু।খরবা পঞ্চায়েত সূত্রে জানা গেছে,এমজিএনআরইজিএস প্রকল্পের প্রায় সাড়ে তিনলক্ষ বরাদ্দে প্রায় একশো মিটার রাস্তা কংক্রিট করা হচ্ছে বাসিলহাটে।দীর্ঘ প্রতিক্ষার পর কাজ শুরু হওয়ায় খুশি গোটা গ্রামবাসী।