
মালদাঃ- দীর্ঘ প্রতীক্ষার পর পাঁচ শতাধিক পরিবারের গ্রামের প্রধান রাস্তার কাজ শুরু হল শুক্রবার।মালদহের চাঁচল-১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের বাসিলহাট গ্রামে কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে জোরকদমে।
এদিন কাজের সূচনাতে উপস্থিত ছিলেন খরবা গ্রাম পঞ্চায়েত সদস্য মহবুল হক,এক্রামুল হক ও পঞ্চায়েত সমিতির সদস্য সেখ মিলু।খরবা পঞ্চায়েত সূত্রে জানা গেছে,এমজিএনআরইজিএস প্রকল্পের প্রায় সাড়ে তিনলক্ষ বরাদ্দে প্রায় একশো মিটার রাস্তা কংক্রিট করা হচ্ছে বাসিলহাটে।দীর্ঘ প্রতিক্ষার পর কাজ শুরু হওয়ায় খুশি গোটা গ্রামবাসী।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন