
প্রধানমন্ত্রীর ডাকা জী-20 বৈঠকে যোগ দিতে দিল্লির পথে মুখ্যমন্ত্রী | দিল্লি যাওয়ার আগে দিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত সাক্ষাতের কোন সম্ভাবনা নেই বরং রাজস্থানের আজমির এবং পুষ্কর যেতে পারেন তিনি” |
প্রসঙ্গত, 2023 ভারতের জি-20 সম্মেলন সভাপতিত্ত্ব করতে চলেছে ভারত | এই কারণে কেন্দ্রীয় সরকার নানা উদ্যোগ নিচ্ছেন |তবে দিল্লি যাওয়ার আগে এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, “তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নন, তৃণমূল নেত্রী হিসেবে মোদিজীর ডাকা বৈঠকে যাচ্ছেন” । বিকেলে রাষ্ট্রপতি ভবনে বৈঠক | পরদিন যাবেন আজমেঢ় এবং পুষ্কর | এরপর বুধবার দিল্লিতে দলীয় সংসদের সঙ্গে বৈঠক রয়েছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়