গুরু পাচারের বিরুদ্ধে অনুব্রত মন্ডলের মামলা চলছে দিল্লিতে | তবে দিল্লি যাত্রার আগে অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল | কলকাতা বিমানবন্দরে পৌঁছে অনুব্রত মণ্ডল দাবি করেছেন, শ্বাসকষ্ট হচ্ছে তার | তবে ED তরফে অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি ।
প্রসঙ্গত গরু পাচার কাণ্ডে দিল্লি যাত্রার রুখতে মরিয়া ছিলেন অনুব্রত | সিবিআই আদালতের অনুমতি কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি | কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত । উল্টে কেষ্টকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী