
গুরু পাচারের বিরুদ্ধে অনুব্রত মন্ডলের মামলা চলছে দিল্লিতে | তবে দিল্লি যাত্রার আগে অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল | কলকাতা বিমানবন্দরে পৌঁছে অনুব্রত মণ্ডল দাবি করেছেন, শ্বাসকষ্ট হচ্ছে তার | তবে ED তরফে অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি ।
প্রসঙ্গত গরু পাচার কাণ্ডে দিল্লি যাত্রার রুখতে মরিয়া ছিলেন অনুব্রত | সিবিআই আদালতের অনুমতি কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি | কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত । উল্টে কেষ্টকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়