বৃহস্পতিবার দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে পড়ুয়াদের মিছিলে চলল গুলি। তাতে জখম হয়েছেন এক ছাএ। পুলিশের সামনে পড়ুয়াদের উপর গুলি চলার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে। সূত্রের খবর, গুলি চালানোর সময় ইয়ে লো আজাদি বলে চিৎকার করে অভিযুক্ত। তবে ঘটনাস্থলে থেকে অভিযুক্তকে হাতে নাতে ধরেছে পুলিশ। মিছিলটি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাজঘাট পর্যন্ত যাওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই বিশ্ববিদ্যালয় চত্বরে এক যুবককে হাতে রিভলবার নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরই আচমকা বন্দুক বের করে চিৎকার করতে শুরু করে অভিযুক্ত। তবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, পুলিশের সামনে ঘটনাটি ঘটলেও পুলিশ কার্যত চুপচাপ ছিল। বন্দুক হাতে নিয়ে ঘুরতে দেখেও অভিযুক্তকে আটক করেনি বলে অভিযোগ পড়ুয়াদের। অভিযুক্ত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। কিন্তু কেন ওই যুবক গুলি চালাল, তা নিয়ে উঠছে প্রশ্ন।