এ যেন থামবার কোন নামই নেই। হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যা৷ জানা গিয়েছে, এবার করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে দিল্লির এক ডেলিভারি বয়ের শরীরে৷ ওই ডেলিভারি যুবকটি এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত সালভিয়া নগর ও সাবিত্রী নগরের মতো দিল্লির ব্যস্ততম জায়গায় পিজা ডেলিভারি করেছেন৷ তবে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, ওই যুবকটির কোন বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকায় খুব সম্ভবত কোন করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন যুবকটি।এর পাশাপাশি আরও জানা গিয়েছে, গত 15 দিনে ওই যুবকটি যে সত্তরের বেশি পরিবারের কাছে খাবার পৌঁছে দিয়েছেন তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ এবং আক্রান্ত যুবকটিকে আর এম এল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে৷ এছাড়া বাড়তি নিরাপত্তার দিকে তাকিয়ে ওই যুবকের সংস্পর্শে আসা বাকি সব ডেলিভারি এজেন্টদের ছত্তরপুরে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর ৷