November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দিলি হাইকোর্টে আবারো পিছল অনুব্রত মণ্ডলের মামলার শুনানি

দিল্লি হাইকোর্টে আবারো পিছিল অনুব্রত মণ্ডলের মামলার শুনানি | অর্থাৎ এখনই দিল্লি যাওয়া যাবে না | মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৭ই ফেব্রুয়ারি | অর্থাৎ কিছুদিনের জন্য স্বস্তিতে অনুব্রত মণ্ডল |

প্রসঙ্গত গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই | তদন্ত নেমে বহু নামি বেনামী সম্পত্তির হদিস মেলে। এর পরই বিষয়টি নজরে আসে ইডির | জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত কন্যা ও তার হিসাব রক্ষক মনীষ কোঠারিকেও | তাদের বক্তব্যের ভিত্তিতে আগামী ১৭ ই নভেম্বর গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে | তবে এবার সেই মামলার শুনানি ফের পিছল | এই মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল | আর তাতেই এবার স্বস্তি পেলেন তিনি | এ দিন বিচারপতি জানান আগামী ১৭ ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে জমিনের আবেদন সহ যাবতীয় আবেদন শোনা হবে |