দিনেদুপুরে টাকা ছিনতাই বালুরঘাট শহরে। এক মহিলার হাত থেকে টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র, জেলা পুলিশ সুপার অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে, বালুরঘাট হাই স্কুলের সামনে থেকে টাকা ছিনতাই এ ঘটনা ঘটে। অভিযোগ 2 লক্ষ টাকা ছিনতাই করে পালায় বাইক আরোহী দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, বালুরঘাট শহর সংলগ্ন ডাকরা গ্রামের বাসিন্দা গীতা মন্ডল এদিন বালুরঘাট স্টেট ব্যাংক শাখা থেকে 2 লক্ষ টাকা তোলেন। পাওনাদারকে কিছু টাকা দেয়ার পর বাকি টাকা পোস্ট অফিসে এম আই এস স্কিম এ রাখার পরিকল্পনা ছিল তার। স্টেট ব্যাংক থেকে বালুরঘাট পোস্ট অফিসে যাওয়ার পথে বালুরঘাট হাই স্কুলের সামনে একটি মোটর বাইকে করে দুষ্কৃতীরা এসে তার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী