সুপ্রিম কোর্টের “দা কেরালা স্টোরি” নিষেধাজ্ঞা মামলায় স্থগিতাদেশ । অবশেষে ফের বাংলায় দেখা যাবে সুদীপ্ত সেনের এই ছবি | মে মাসে ৫ তারিখে মুক্তি পায়, পরিচালক সুদীপ্ত সেনের “দ্য কেরালা স্টোরি” । মুক্তি প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক |
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “এই কেরালা স্টোরি কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্য তৈরি হয়েছে | আমি সিপিএম পার্টির কথা বলছি না | কারণ তারা বিজেপির সঙ্গে কাজ করছে | এটা সমালোচনা তো তাদেরই করা উচিত কিন্তু তারা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে | আমি সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে বলবো তার পার্টি বিজেপিকে সাহায্য করছে | আর সেই কারণে কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে” ।
এরপরই এই ছবি উপর নিষেধাজ্ঞা জারি করা হয় । কিন্তু গত কয়েকদিন পর ফের এই ছবির ওপর নিষেধাজ্ঞা মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট | অর্থাৎ ফের বাংলায় দেখা যাবে এই ছবি |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান