মঙ্গলবার সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, এ বছর দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াদিহা রহমান । দেব আনন্দের বিপরীতে বলিউডে পা রাখেন ওয়াদিহা রহমান | 85 বছর বয়সে জীবন কৃতি সম্মানে সম্মানিত হতে চলেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী |
অনুরাগ ঠাকুর লিখেছেন, “ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ওয়াদিয়া রহমান কে এ বছর মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাই অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করার কথা ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি | ওয়াদিহা জি হিন্দি চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে | তার মধ্যে উল্লেখযোগ্য, ‘পায়াসা’, ‘কাগজকে ফুল’, ‘চৌধুরী কা চাঁদ’, ‘সাহেব বিবি অর গোলাম’, ‘গাইড’ এবং আরো বেশ কয়েকটি ছবি” |

                                        
                                        
                                        
                                        
More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব