December 25, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

“আমি-তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ংকর হবে।” দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় নেতৃত্বকে চাঙ্গা করতে বার্তা দিলেন অভিষেক। এদিন তিনি তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা নেতাদের নিয়ে ভারচুয়াল বৈঠক করেন। সেখানে বিজেপিকে রুখতে ও মানুষের কাছে পৌঁছতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন ভারচুয়াল বৈঠকে সাংসদ, বিধায়ক, জেলা নেতা ধরে প্রায় ন’হাজার তৃণমূল নেতা উপস্থিত ছিলেন। তাঁদের কাছে অভিষেকের নির্দেশ, “আমি-তুমির রাজনীতি দলে চলবে না।” ব্যক্তিগত স্বার্থ ছেড়ে কাজ করার, দলের স্বার্থে কাজ করার বার্তা এর আগেও তিনি দিয়েছেন। এদিন এই নির্দেশ আরও জোরালোভাবে এসেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। অভিষেক বলেন, “আমি-তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ংকর হবে। আমি-তুমি নয়। আমি ওয়ার্নিং দিচ্ছি, যারা, আমি-তুমি পলিটিক্স করবে, তাঁর পরিণাম খুব খারাপ হবে। কে কী দায়িত্ব পাবে, তার তালিকা দলের কাছে আছে।”