January 3, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দক্ষিন দিনাজপুরের দুস্থ মানুষের সাহাযার্থ্যে এগিয়ে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থাপিত ফাউন্ডেশন


নিজস্ব প্রতিনিধি বালুরঘাট ; লকডাউনের জেরে দক্ষিন দিনাজপুর জেলার অসহায় ও দুস্থ মানুষের সাহাযার্থ্যে সৌহার্দের হাত বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এর স্থাপিত ফাউন্ডেশন সিএবির এপেক্স কমিটির সদস্য তথা জেলার প্রাক্তন জেলা ক্রীড়া সংস্থ্যার প্রাক্তন সম্পাদক গৌতম গোস্বামী | সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থাপিত ফাউন্ডেশনের সেই দরদী হাতের ছোয়াটুকু বহন করে এনে দিয়েছে দক্ষিন দিনাজপুর জেলার জন্য। পাশাপাশি, জেলার অসহায় দুস্থ মানুষদের পাশে সৌরভ ফাউন্ডেশনের মহৎত কার্যক্রমের কথা জানতে পেরে উদ্যোক্তাদের পাশে এসে দাড়িয়েছেন বালুরঘাট তথা জেলার বেশ কিছু স্কুল ছাত্র থেকে সাধারন মানুষজন।

বুধবার, বালুরঘাট বি এড কলেজ প্রাঙ্গন থেকে এই ফাউন্ডেশন বালুরঘাট শহরের অসহায় মানুষজনদের মধ্যে চাল, ডাল, সয়াবিন সহ অনান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ ত্রান সামগ্রী বিলি করা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফাউন্ডেশন এই জেলার ঘরবন্দি অসহায় ও দুস্থ মানুষদের সহায়তায় এগিয়ে আসায় এই জেলার অপামর জনগন বেজায় খুশি।