December 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দক্ষিণ দিনাজপুর জেলার ষাটোর্ধ ব্যক্তিদের করোনার ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি

বালুরঘাট ;দক্ষিন দিনাজপুর জেলার ষাটউর্দ্ধ ও কোমর্বডিস ৪৫ থেকে ৫৯ বয়সী ব্যাক্তিদের করোনা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হলো। সোমবার বিকেলে বালুরঘাট শহরের বালুছায়া প্রেক্ষাগৃহে জেলা স্বাস্থ্য দফতরের উচ্চ আধিকারিকগনের পাশাপাশি জেলার অতিরিক্ত জেলা শাসকের উপস্থিতিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এদিকে এখনও পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও জেলার দুটি কেন্দ্রে করোনা টেস্ট নিয়মিত চলছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। পাশাপাশি এই মুহুর্তে মাত্র দুইজন মাত্র করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।অপরদিকে টিকা নেবার অনিহা দেখা যাওয়ায় হয়তো অনেক ব্যাক্তি হয়ত এই করোনার হ্রাস হয়ে যাওয়াতে নিতে অনিচ্ছুক হয়ে উঠেছেন। কিন্তু করোনার একের পর এক নতুন স্ট্রেন আক্রান্ত হওয়ার খবর সামনে আসায় টিকাদান পর্ব যাতে চলতে থাকে এবং সে দিকে লক্ষ রেখেই সাধারন মানুষদের টিকা দেওয়া কেন প্রয়োজন তা নিয়ে সচেতন করার পাশাপাশি গ্রহিতাদের উৎসাহ প্রদান করবার জন্য আজকের এই কর্মশালা । এই কর্মশালাতে উপস্থিত জেলার বিভিন্ন উপস্থিত স্বেচ্ছাসেবী সংস্থ্যার লোকেরা যাতে নিজ নিজ ক্ষেত্রে ফিরে গিয়ে এলাকার মানুষজনের মধ্যে করোনার টিকা গ্রহনের জন্য সচেতন করার আহ্বান জানানোর কাজ করার ব্যাপারে অনুরোধ জানায় জেলা স্বাস্থ্য দফতর।