তিওড়, হিলি : দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় কৃষিমান্ডিতে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম প্যান কার্ড মেলা। ‘উজ্জীবন সোসাইটি’ ‘ভানু দয়াল মিশন’ এবং আপনজন ট্রাস্ট’ এর যৌথ উদ্যোগে এবং ‘UTIITSL’ – এর সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় কৃষিমান্ডিতে ন্যায্যমূল্যে নতুন বারকোডযুক্ত প্যানকার্ড এবং পুরনো প্যানকার্ডকে নতুন বারকোডযুক্ত প্যানকার্ড এ পরিবর্তন করার কর্মসূচি সুচারুরূপে সম্পন্ন হয় । এছাড়াও যাদের বয়সসীমা ১৮ বছরের নীচে তাদেরও মাইনর প্যানকার্ড করবার সুব্যবস্থা রয়েছে। আজকের প্যানকার্ড সংক্রান্ত সচেতনতা মেলায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে । সাহাপুর ইন্দ্রা আদিবাসী দলের নৃত্যের তালে উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদিশা চক্রবর্তী।প্রদীপ প্রজ্জ্বলন করেন ভারত সেবাশ্রম সংঘের তিওড় শাখার অধ্যক্ষ সম্মাননীয় দিবাকরানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন মাননীয় নবারুণ সরকার, সেক্রেটারি ডি ডি আর এম সি, দক্ষিণ দিনাজপুর মাননীয় পিনাকী দত্ত, বড় বাবু, ডি ডি আর এম সি, দক্ষিণ দিনাজপুর । বিশিষ্ট কবি ও সমাজসেবী বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা , অধ্যাপক অভিজিৎ সরকার, হিলি মহাবিদ্যালয় , তিওড় কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৃজিত সাহা, শিক্ষিকা অনিতা বিশ্বাস, আপনজন সংস্থার কর্ণধার রাজু সাহা,ভানু দয়াল মিশন এর কর্ণধার মাননীয় চঞ্চল কান্তি রায়, অতনু সরকার , বর্ষীয়ান সমাজসেবক সুশান্ত দাস, প্রাক্তন প্রধান শিক্ষক কাশীনাথ কর্মকার, শিক্ষক উত্তম কর্মকার প্রমুখ। উজ্জীবন সোসাইটির নতুন অফিস এর শুভ দ্বারোদঘাটন করেন মাননীয় নবারুণ সরকার, সেক্রেটারি ডি ডি আর এম সি, দক্ষিণ দিনাজপুর মাননীয় পিনাকী দত্ত, বড় বাবু, ডি ডি আর এম সি । স্বাগত ভাষণ দেন উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ । উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক এবং উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকের এই জাকজমোক পূর্ন অনুষ্ঠানে। এছাড়াও বৃক্ষ রোপন কর্মসূচি করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে। এলাকার কচিকাঁচা দের নাচ গান, ছড়া , কবিতায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ বলেন , প্যান কার্ড নিয়ে মানুষের মধ্যে নানান রকমের ভুলভ্রান্তি দুর করতে এই সচেতনতা মূলক মেলার আয়োজন করা হয়েছে। আগামী দিনে এমন কর্মসূচী আরো গ্রহণ করা হবে।