December 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে জলে ডুবে মৃত্যু হল গর্ভবতী মহিলার


দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে জলে ডুবে মৃত্যু হল এক গর্ভবতী মহিলার। এদিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তপন থানার বুদইজ এলাকায়। মৃতা গর্ভবতী মহিলার নাম সুলতা বর্মন(21)। এলাকা সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতোই বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে সংসারের বাসনপত্র ও কাপড় পরিষ্কারের উদ্দেশ্যে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই হঠাৎই দুর্ঘটনাবশত জলাশয়ে পড়ে যান গর্ভবতী মহিলা।স্থানীয় বাসিন্দারা বিষয়টি নজরে আসলে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর ওই গর্ভবতী মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। দুঃখজনক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।