December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

থালাইভার সঙ্গে ম্যান ভার্সেস ওয়াইল্ডের সফর গ্রিলসের, সামনে এল প্রোমো

ডিসকভারির অত্যন্ত জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো ম্যান ভার্সেস ওয়াইল্ডের শ্যুটিং হয়ে গেল বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে। আর এবার শোম্যান বেয়ার গ্রিলসের জঙ্গল সাফারির অতিথি হলেন সুপারস্টার রজনীকান্ত। ২৩ মার্চ টেলিকাস্ট হতে চলেছে সেই পর্ব। কিন্তু তার আগে এই এপিসোডের প্রোমোতে থালাইভার সঙ্গে রোমাঞ্চকর জঙ্গল অভিযানের কয়েক ঝলক প্রকাশ্যে আনলেন বেয়ার গ্রিলস। কর্ণাটক থেকে তামিলনাড়ু যাওয়ার পথে অবস্থিত বাঘ-সহ অনেক হিংস্র পশুর খাস এলাকা বান্দিপুর ন্যাশনাল ফরেস্ট, যেখানে ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর শুটিং। সূত্রের খবর, রোজ প্রায় ৬ ঘণ্টা ধরে চলত এই শ্যুটিং। আর এর প্রোমো রিলিজ হতেই উৎসাহ দেখা দিয়েছে দর্শকদের মধ্যে।

কিন্তু উৎসাহের পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে রজনী-গ্রিলসের শুটিং পর্ব নিয়ে। রজনীর এই জঙ্গল অভিযান কিন্তু মোটেই ভাল চোখে দেখেননি পরিবেশপ্রেমীরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, বান্দিপুরের মতো এক জাতীয় উদ্যানে রজনীর মতো একজন বড় মাপের অভিনেতা কিংবা খ্যাতনামা ব্যক্তিত্ব কীভাবে শুটিং করতে পারেন? শ্যুটিং-এর ফলে জঙ্গল অ যেকোনো পশুর ক্ষতি হতে পারত বলে মত পশুপ্রেমীদের। তবে বিতর্ক যাই হোক না কেন, এই পর্ব দেখতে যে মুখিয়ে আছেন দর্শকরা, তা বোঝা যাচ্ছে প্রোমো নিয়ে উন্মাদনা দেখেই।