ত্রিপুরায় এক কিশোরীকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের মামলায় দোষী সাব্যস্ত দুই ধর্ষককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। সূত্রের খবর, ২০১৮ সালে ৫ ডিসেম্বর ঘটনাটি ঘটে ত্রিপুরার গোমতী জেলার নতুন বাজার থানার অন্তর্গত কৃষ্ণকান্ত পাড়ায়। ১৫ বছর বয়সি ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে তাকে জোর করে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই দুই যুবক। তারপর প্রমাণ চাপা দিতে নির্যাতিতার মাথায় গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করে পুকুরে চুবিয়ে রাখে। যার জেরে দমবন্ধ হয়ে মারা যায় মেয়েটি। অন্যদিকে দিন থেকে বিকেল গড়িয়ে গেলেও স্কুল থেকে মেয়ে বাড়িতে না ফেরায় চিন্তায় পরে যায় কিশোরটির পরিবার।
পরে মেয়েটির কোন খবর পাওয়া না যাওয়ায় স্থানীয় দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির দাদা। এরপরই পক্সো-সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকেও। এরপর ৩২ জনের সাক্ষ্য নেওয়া হয়। তার ভিত্তিতে সম্প্রতি দোষী সাব্যস্ত করা হয় দুই যুবককে এবং আদালত তাদের মৃত্যুদণ্ডের সাজা শোনাল।