June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

তৃণমূল-বিজেপি বাম সমর্থকরা পাশাপাশি বসে মেতেছে ভোট উৎসবে

সারা রাজ্যে যখন ভোট নিয়ে হানাহানির পরিবেশ তখন তপন বিধানসভা ক্ষেত্রের মুগগুরু সংসদ দেখা গেল অভিনব চিত্র এখানে তৃণমূল বিজেপি বাম দলের সমর্থকরা প্রায় গা ঘেষাঘেষি করে বসে ভোট উৎসবে মেতেছে। এই সমর্থকদের বক্তব্য ভোট আসবে যাবে গ্রামের মানুষ পাশাপাশি বসবাস করবে চিরকাল তাই রাজনৈতিক হানাহানি ভুলে সহাবস্থানের বসে ভোট উৎসব পালন করছেন। সারা রাজ্যের কাছে একটি দৃষ্টান্ত তৈরি করল এই দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের সহজ-সরল মানুষেরা ।