বীরভূমের সুফল বাগদি নামক এক তৃণমূল নেতার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, শনিবার রাতে বীরভূম-মুর্শিদাবাদ সীমান্তের বড়ঞা এলাকার একটি মাঠের পাশের নর্দমা থেকে দেহটি উদ্ধার হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, গত ২ দিন ধরে লাভপুরের তৃণমূলের এই দাপুটে নেতা নিখোঁজ ছিলেন। একাধিক জায়গায় খোঁজ নেওয়ার পরও হদিশ পাওয়া যাচ্ছিল না তার।
এরপরই শনিবার রাতে মুর্শিদাবাদ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল নেতার দেহ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। থেঁতলে দেওয়া হয়েছে মুখ। প্রাথমিক তদন্তে অনুমান অন্যত্র খুনের পর দেহটি ওই এলাকায় ফেলে যায় দুষ্কৃতীরা।
মৃতের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পরিকল্পনামাফিকই অপহরণ ও খুন করা হয়েছে সুফল বাগদিকে। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্থানীয় এলাকায়।