তৃণমূল কংগ্রেসের টুইটার একাউন্ট আনফলো করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র | এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা | কালীকে নিয়ে তার মন্তব্যের জেরে তৈরি হয়েছে বিতর্ক |
অন্যদিকে তার এই মন্তব্য কে অস্বীকার করেছে দল | সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে, মহুয়া মিত্র বলেছেন, “কালীই তার কাছে এমন একজন দেবী যিনি মদ মাংস গ্রহণ করেন” |
এদিকে মহুয়া ঐ মন্তব্য করার পর তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইট করে এই মন্তব্যের দায় অস্বীকার করা হয় | টুইট করে লেখা হয়, মহুয়া মৈত্র দেবী কালী সম্পর্কে যা বলেছেন তা তার ব্যক্তিগত বক্তব্য | দল তার ওই মতামতকে সমর্থন করে না | এরপরই দলের টুইটার একাউন্ট কে আনফলো করেন মহুয়া |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির