কুমারগঞ্জ, ঃ- তৃণমূলের বিজয় মিছিলে যেতে না দেওয়ায় স্বামীর সঙ্গে বচসা করে আত্মঘাতী গৃহবধূ। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মাঠের মধ্যে আম গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গৃহবধূ মামনি রায়। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ ব্লকের দক্ষিণ কুলহরি গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তে পাঠিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ।
পরিবার সূত্রে জানাগেছে, কুমারগঞ্জের কুলহরি গ্রামের বাসিন্দা হরিশ রায়ের স্ত্রী মামনি রায়। জমিজমার কাজের সঙ্গে বেনারসের গালিচা বানিয়ে চলে সংসার। বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর বুধবার বিজয় মিছিলে যেতে চায় স্ত্রী মামনি রায়। মহাজনের চাপ থাকায় বাড়িতে গালিচা তৈরির কাজ করতে বলে মিছিলে যেতে বাধা দেয় স্বামী হরিশ রায়। মিছিলে যেতে না দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। রাগ করে বাড়ির বাইরে চলে যায় স্ত্রী এবং নেশা করে বলে অভিযোগ স্বামীর। রাত্রে বাড়িতে ফিরে আসলেও পরেরদিন দুপুরে আবার বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মামনির দেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাটে ময়নাতদন্তে পাঠায়।
মৃতার স্বামী হরিশ রায় জানান, গালিচা তৈরীর জন্য মহাজনের কাছে অগ্রিম ৯ হাজার টাকা নেওয়া আছে। নির্দিষ্ট সময়ে কাজ বুঝিয়ে দিতে হবে। সেই কারণেই আমি বিজয় মিছিলে যেতে বাধা দিলে পারিবারিক অশান্তি শুরু করে। এরপর বাহিরে গিয়ে নেশা করে। পরের দিন আমি ফসল নিয়ে হাটে বিক্রি করতে গেলে এলাকাবাসী আমাকে খবর দেয় আমার স্ত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে এসে দেখি আম গাছে গলায় ফাঁস দিয়েছে আমার স্ত্রী।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত