
গত সপ্তাহে তীব্র গরমের পর চলতি সপ্তাহের শুরুতেই মিলল স্বস্তি | আজ দুপুর থেকেই ঝড়ো হাওয়া বয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় | পাশাপাশি বিকেল হতে বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা । যার ফলে তীব্র গরম থেকে কিছুটা হলেও মুক্তি মিলল বঙ্গবাসীর |
উত্তরবঙ্গে ১৬ থেকে ২০ মে এবং দক্ষিণবঙ্গে ১৭ থেকে ২২ মে-র মধ্যে বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। বিশেষত দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঘুরিয়ে ফিরিয়ে ১৭ থেকে ২২ মে-র মধ্যে অন্তত দু থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। রোজ বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে। একদিন বৃষ্টি হলে পরের বৃষ্টি পেতে আবার দুদিন অপেক্ষা করতে হতে পারে।
ঘূর্ণিঝড় ‘মোকা’ ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি আছড়ে পড়বে। সেই সময় গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২১০ কিলোমিটার। বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 36.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা