June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

তিস্তা নদীর গৌরিকোন এলাকা থেকে উদ্ধার হল মৃত হাতির দেহ

জলপাইগুড়ি ঃ- জলপাইগুড়ির সদর ব্লকের বারোপাটিয়া বৈকন্ঠপুর বন বিভাগের তিস্তা নদীর গৌরিকোন এলাকা থেকে উদ্ধার হল মৃত হাতির দেহ। নদীর চরে বাদাম, ভুট্টা আবাদ করেন চর এলাকার বাসিন্দারা। তা খেতে একপাল হাতি হানাদেয় চর এলাকায়।পেটপুরে খাওয়া দাওয়ার পরেও হাতির দলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিলো বন কর্মীদের।স্পেশাল ড্রাইভ করে দলটিকে দুই ভাগ করে বৈকন্ঠপুর এবং কাঠামবাড়ির জঙ্গলের দিকে সরিয়ে দিতেই বেরিয়ে আসে শাবকের মৃত দেহ। মনে করা হচ্ছে তিনদিন আগেই মৃত্যু হয়েছে আনুমানিক চার বছর বয়সী স্ত্রী হস্তি শাবকটির।বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে অনুমান।মনে করা হচ্ছে সন্তানের আকষ্মিক মৃত্যু মেনে নিতে না পেরে দাড়িয়ে ছিলো হাতির দলটি। শনিবার উদ্ধার হস্তি শাবকের দেহ নদীর চর থেকে পারে এনে ময়নাতদন্তের পর সৎকারের ব্যবস্থা করা হবে বলে বন দফতর জানিয়েছে।