January 9, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

তিন বছরের শিশুর পেট থেকে টিভি রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার, চিকিৎসায় বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ

তিন বছরের শিশুর পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার করে বার করে চিকিৎসায় বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ। জানা যায় হবিপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া এলাকার বাসিন্দা সনজিত সরকার পেশায় স্কুল শিক্ষক তার তিন বছরের ছেলে অনিক সর্কার টিভির রিমোটের ব্যাটারি খেলতে গিয়ে হঠাৎই পেন্সিল ব্যাটারি দিয়ে মুখের ভিতর ঢুকিয়ে ফেলে এবং সরাসরি পেটের ভিতরে ঢুকে যায় অসহ্য যন্ত্রণা উঠতে গেলে বাড়ির লোকেরা প্রথমে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং সেখান থেকেই তাকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগের ডাক্তার পার্থপ্রতিম মন্ডল প্রথমে শিশুটিকে দেখে প্রথমে এক্সরে করা হয় এবং এক্সেল এর মধ্যে ছবিতে ছুটে আসে ব্যাটারি ছবি তার পরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অপারেশন করার সোমবার রাতে 40 মিনিটের একটি অপারেশন করে মেডিকেল কলেজ ডাক্তার রা মালদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর ডক্টর পার্থপ্রতিম মন্ডল। বেটিকে পেটের ভেতর থেকে বার করে চিকিৎসকরা বাচ্চাটি এখন পুরোপুরি সুস্থ তবে খেতে একটু অসুবিধা হলেও চিকিৎসকদের মতে রাত থেকে এসে শারীরিকভাবে খাওয়া-দাওয়া করতে পারবে।