বিগত 1 মাস ধরে করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ফলতার তৃণমূল বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধক্ষ তমোনাশ ঘোষ| বিগত 3 দিন ধরে লাইফ সাপোর্টে রাখা ছিল তাঁকে| আজ সকালে মাল্টিঅর্গান ফেলিওর হয়ে মারা যান তিনি| তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেন মুখমন্ত্রী| তাঁর 2 মেয়েও করোনা পজিটিভ ছিলেন| তাঁরা সুস্থ হওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে| রাজ্যে এই প্রথম বিধায়কের মৃত্যু কোভিড পজিটিভে|
তার মৃত্যুতে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, “তৃণমূল বিধায়ক তমনোশ বাবুর মৃত্যু আমাকে শোকাহত করেছে, এভাবে চলে যাওয়া টা মানতে পারছি না। কোরোনা সমস্ত মানবজাতির বিপদ। সকলকে সাবধানে চলার পরামর্শ দিল ওনার অকালে চলে যাওয়া, এই মৃত্যু।
মৃত তমনোশ বাবুর পরিবারের সকলের জন্য সমবেদনা জানাচ্ছি।”