December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

তথাগত রায় কটাক্ষের জবাব দিলেন বাবুল সুপ্রিয়

রাজনীতির জগতে আক্রমণ পাল্টা আক্রমণে লেগেই থাকে | বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেছিলেন তথাগত রায় | এবার তার পাল্টা জবাব দিলেন বাবুল সুপ্রিয় |

রবিবার সকালে বিজেপি নেতার টুইটের সূত্র ধরে বাবুল সুপ্রিয়কে আক্রমণ করেন তথাগত রায় | তিনি লেখেন, “আমার একটু দুঃখ হচ্ছে | ছেলেটাকে আমি ভালবাসতাম | ওর বাড়িতে গিয়েছি, খেয়েছি, ওর বাবার সঙ্গে গল্প করেছি | এর থেকে একটা জিনিস প্রমাণ হয় রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবে | যদি একবার আমাকে জিজ্ঞাসা করত এমনই মন্তব্য পাল্টা মন্তব্য করতে” | এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চুপ থাকেন নি বাবুল সুপ্রিয় | এদিন তিনি ভিডিওর মাধ্যমে তথাগত রায়কে বলেন, ” আপনি যা বলেছেন তা ঠিক | আপনি আমার বাড়ি এসেছেন | আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি | তাই আগে আপনি আমাকে যে ভাষায় আক্রমণ করেছিলেন তারপর আমি ফোন করেছিলাম | সঠিক সিদ্ধান্ত বলে কিছু হয়না, সিদ্ধান্ত নেওয়ার পর তা সঠিক করে দেখতে হয়” |