পেশায় তবলা বাদক। এতদিন তবলা বাজিয়েই চলতো সংসার থেকে শৌখিনতা। টালিগঞ্জের বাসিন্দা তবলাবাদক শিবু দাস করোনা আবহে কাজ হারিয়েছেন। কিন্তু তারপরেও তিনি ভুলে যাননি নিজের সামাজিক কর্তব্য। তাই তবলা ছেড়ে হাতে তুলে নিয়েছেন ঢোল। আর সেই ঢোল বাজিয়েই মানুষকে সচেতন করতে রাস্তায় বেরিয়ে পড়েছেন শিবু বাবু , সঙ্গী নিজের মোটরসাইকেল। নানাধরনের সচেতনতামূলক পোস্টার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহরের নানা প্রান্তে ।।
করোনা পরিস্থিতিতে একজন করোনা যোদ্ধা হিসাবে নিজে টাকা খরচ করে বেরিয়ে পড়েছেন মানুষকে সচেতন করতে। নিজের খরচে মোটর সাইকেল নিয়ে প্ল্যাকার্ড লাগিয়ে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছেন শিবু। শহর জুড়ে ঘুরে ঘুরে তার একটাই স্লোগান –
“জীবনকে বাসলে ভালো মাস্ক পরো, নিয়মে চলো।”
“সাবান দিয়ে ধুলে হাত, করোনা হবে সম্পূর্ণ সাফ।”