
Aedes aegypti mosquito pernilongo with white spots and white background
পুজোর আগে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । গত কয়দিন ধরে কলকাতায় একের পর এক বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । এবার প্রাণ গেল বছর ২৫ এর ১ যুবকের | তার বাড়ি দমদমে |
জানা গিয়েছে, ৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি | সঙ্গে তলপেটে ব্যথা, বমি | দমদম পৌরসভা পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে | তারপর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে | তারপরই তার শারীরিক অবস্থার অবনতি হয় । বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি | মৃত্যু হয় সিদ্ধার্থের | ডেঙ্গি আক্রান্তে আক্রান্তে যুবকের মৃত্যু তে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়